Sunday, August 3, 2025

গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন জনপ্রিয় ইউটিউবার

আরও পড়ুন

হিন্দু সাধু ও ঋষিদের নিয়ে অশালীন ভাষায় উপহাস করে ভিডিও তৈরি করে আপলোড করার অভিযোগে ভারতের মোরাদাবাদ জেলার মোহাম্মদ আমির নামের এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার তৈরিকৃত কনটেন্টকে অশ্লীল ও আপত্তিকর বলে অভিহিত করেছেন স্থানীয়রা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী রোববার (২৭ জুলাই) পুলিশের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তা আরও জানিয়েছেন, এদিন আদালতে তোলার পর জামিনে মুক্তিও পেয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইউটিউবার মোরাদাবাদের পাকবাড়া শহরের বাসিন্দা। সে মাঝে মধ্যেই এমন কিছু পোস্ট করেন, যা অশ্লীল ও আপত্তিকর এবং বিভিন্ন গোষ্ঠীকে হেয় করে।

আরও পড়ুনঃ  পিএসসি নিয়ে হঠাৎ সরব তরুণ রাজনীতিকরা, কিন্তু কেন?

পুলিশ সুপার (শহর) রণ বিজয় সিং বলেছেন, আমিরের সবশেষ আপলোড করা ভিডিওতে দেখা গেছে, সে একজন সাধুর পোশাক পরেছেন এবং আপত্তিকর ও অশ্লীল ভাষা ব্যবহার করছেন। এ কারণে স্থানীয় মহলে বিষয়টি ব্যাপক সমারলোচনার সৃষ্টি করে।

এ কর্মকর্তা আরও বলেন, আপত্তিকর বিষয়বস্তু ছড়িয়ে দেয়া এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ২৬ জুলাই গ্রেপ্তার করা হয় ইউটিউবার আমিরকে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ